সবচাইতে সহজে ব্লক করুন যেকোনো ওয়েবসাইট ___ jmhasan



আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভাল আছি।   যারা নুতান IT তে জব নিছেন তাদের জন্য আমার এই পোস্ট, আপনি চাচ্ছেন আপনার অফিস এর সবগুলো পিসি তে না, কিছু পিসি তে ফেসবুক বা অন্য কোন সাইট অফ করে রাখাবেন, সে ক্ষেত্রে এই সহজ উপায়টি কাজে লাগবে।
প্রথমে আপনার পিসির C Driveওপেন করুন◄ Windows ফোল্ডার ওপেন করুন , System32 ফোল্ডার ওপেন করুন , Drivers ফোল্ডার ওপেন করুন Etc ফোল্ডার ওপেন করুন, তারপর hosts ফাইল ডাবল ক্লিক করেন, নিচের মত স্ক্রীন আসলে notepad সিলেক্ট করে OK করুন।

Notepad এ ওপেন হওয়া ফাইল টিতে “127.0.0.1’’ লিখাটি Copy করে
এবার আপনি যে সাইট ব্লক করতে চান তার আগে “127.0.0.1’’ পেস্ট করে ওয়েবসাইট এর এড্রেস লিখেন, নিচের স্ক্রীনশর্ট এর মত করে।

যতখুশি সাইট এর নাম লিখে Save করে বের হয়ে আসেন।
এবার চেক করুন যে সাইট গুলা ওখানে save করছেন ওগুলা আপনার ব্রাউজার এর ব্রাউজ করা যায় কি না ।
কাজ হলে জানাবেন আর না হলেও ও জানাবেন। সবাই ভাল থাকেন ,প্রযুক্তির সাথেই থাকেন।
Previous
Next Post »

1 comments:

Click here for comments
September 29, 2015 at 8:44 AM ×

thanks

Selamat রাশেদ বিন জাফর ( উদ্যোক্তা ও পরিচালক) dapat PERTAMAX...! Silahkan antri di pom terdekat heheheh...
Balas
avatar
admin
Thanks for your comment