যেভাবে স্পামার/নিষিদ্ধ/আপত্তিকরজনক সাইটের বিরুদ্ধে গুগলকে রিপোর্ট করবেন তা যেনে নিন এখুনি ... __তারছিঁড়া তামিম (বাংলার মানুষ)


সারা বিশ্বের ইন্টারনেট নেটওয়ার্ক এর মাঝে যেমন রয়েছে অতি প্রয়োজনীয় সাইট, তেমনি রয়েছে কিছু ক্ষতিকর সাইট। যা সাধারণত মানুষের উপকার করার পরিবর্তে  অপকার নিয়েই মেতে উঠেছে।
তার মাঝে উল্লেখ্যযোগ্য কিছু হচ্ছে “মালওয়ার, ফিশিং, কপিরাইট, নিষিদ্ধ ” বিষয়ক সাইট। যা সমাজের ক্ষতি করে চলছে অবিরত। কেও যেনে শুনে  আবার কেওবা না বুঝে এখানে ধরা খাচ্ছে।
সাধারণত এতো সাইট এড্রেস আমাদের কক্ষনোই মনে থাকে নাহ, যার জন্য আমরা এগুলো খুঁজে বের করি গুগলি, ইয়াহু, বিং সহ ইত্যাদি সার্চ ইঞ্জিন দ্বারা! যদি এমন হয় যে এই সব স্পামার সাইট গুলো গুগলি তাদের সার্চ ইঞ্জিনে প্রকাশ করলো না, তবে তা অবশ্যই ভালো হয় তাই না? । তাই এক্ষেত্রে রয়েছে আমাদের সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা, আমরা যদি এর ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক ভাবে গুগলকে অতিবাহিত করতে পারি তবে তারা অবশ্যই সাইট গুলো শো করাবে নাহ

চলুন দেখি কোথায় গিয়ে এদের সম্পর্কে রিপোর্ট করতে হবেঃ

এখানে যেয়ে আপনি যেই সাইটের বিরুদ্ধে রিপোর্ট করতে চান তার নাম, কেপচা এবং আপনার রিপোর্ট লিখে পাঠিয়ে দেবেন

২য় পদ্ধতিঃ

  • আমরা এখন গুগলি ওয়েবমাস্টার টুলস দ্বারা রিপোর্ট করবো, প্রথমে এই লিঙ্কে যান
  • এবার আপনার জিমেল একাউন্ট এবং পাসু দ্বারা লগিন করুন

এবার উপরের পিকচারের মতো বক্স আসলে আপনার রিপোর্ট লিখে জমা দিন!!

 সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন

Previous
Next Post »
Thanks for your comment