বিমমিল্লাহির রাহমানীর রাহীম
প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। সরাসরি টিউনে চলে যাচ্ছি।কোরআন শরীফ হচ্ছে মহান আল্লাহ তালার বাণী। এটা প্রত্যেক মুসলমানদের জন্য তিলাওয়াত করার জন্য বলা হয়েছে। কারণ এর অনেক ফজিলত রয়েছে। কোরআন শরীফের মাঝেই রয়েছে দুনিয়ার সকল কাজের পথ প্রদর্শন। আমাদের সকলের উচিত সঠিকভাবে কোরআন তিলাওয়াত করা। বর্তমান এই যুগে আমরা অনেকেই কোরআন পড়তে পারিনা। আবার অনেকে ছোট বেলায় শিখেছেন কিন্তু এখন মনে নেই। কারণ আমাদের নিয়মিত কোন চর্চা নেই। অনেকেই অনেক দিন পরে কোরআন শরীফ পড়তে বসলে বুঝে উঠতে পারেন না যে কোনটা ভূল হচ্ছে। সঠিক গাইডের অভাব পড়ে অনেক সময়। আবার অনেকে এখনোও কোরআন শিখতে চান। কিন্তু দেখা যায় যে সময়ের অভাবে বা প্রতিদিনসঠিক সময়ে বসাই হয় না।
বর্তমানে স্মাটফোনের যুগে সকল বই পুস্তকই হয়ে গেছে ই-বুকে। ছোট খাটো বই থেকে শুরু করে বড় বড় বই পর্যন্ত। আজকে আপনাদের মাঝে শেয়ার করবো পবিত্র কোরআন শেখার জন্য একটি বাংলা ই- বুক। সাইজ নিয়ে কোন ভাবতে হবে না। সাইজ মাত্র ৬৫৯ কিলো বাইট। তাহলে ডাউনলোড করে নিন বইটি। যারা কোরআন পারেন না, পারেন কিন্তু ভুলে গেছেন, সঠিক ভাবে পারছেন না আশা করি এই বইটা সবার উপকারে আসবে।
Download Now \\ How To Learn Quran In Simple Steps-Bangla.pdf
Out Of Topic Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon